কানাডার বিশ্ববিদ্যালয়ের কোর্সে ‘বিতর্কিত’ দিলজিৎ দোসাঞ্ঝ! ব্যাপারটা কী?

কানাডার বিশ্ববিদ্যালয়ের কোর্সে ‘বিতর্কিত’ দিলজিৎ দোসাঞ্ঝ! ব্যাপারটা কী?

ফার্স্ট পেজ

বিনোদন

canadian university to offer course on singer diljit dosanjh

Diljit Dosanjh
কানাডার বিশ্ববিদ্যালয়ের কোর্সে ‘বিতর্কিত’ দিলজিৎ দোসাঞ্ঝ! ব্যাপারটা কী?
ইনস্টা হ্যান্ডেলে এখবর নিজেই জানিয়েছেন দিলজিৎ।

Advertisement

Published by: Tiyasha Sarkar

Posted:June 24, 2025 12:46 pm
Updated:June 24, 2025 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিতর্কিত পাঞ্জাবী শিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের উপর কোর্স করাবে কানাডার বিশ্ববিদ্যালয়। তুলে ধরা হবে তাঁর জীবন, সাংস্কৃতিক যাত্রা, বিশ্বে তাঁর সঙ্গীতের ভূমিকা। নিজের ইনস্টা হ্যান্ডেলে একথা নিজেই জানিয়েছেন দিলজিৎ।আরও পড়ুন:জনপ্রিয় ‘গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোয়ের জন্য বিপুল অর্থ নিচ্ছেন কপিল! প্রতি পর্বে কত পারিশ্রমিক তাঁর?ছোটপর্দার পর ওয়েব সিরিজে! এবার ওটিটিতে ‘খুকুমণি হোম ডেলিভারি’র দীপান্বিতা, কোন ভূমিকায়?
Advertisement

পাঞ্জাবি সঙ্গীত শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন। ‘পাঞ্জাব ৯৫’ নামে ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি। সম্প্রতি পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। এরই মাঝে কানাডার বিশ্ববিদ্যালয়ের কোর্সে দিলজিৎ।আরও পড়ুন:‘সর্দারজি ৩’ ছবিতে নিষেধাজ্ঞার কোপ! সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট দিলজিৎ দোসাঞ্ঝেরঅঙ্কুশকে ‘গরিব’ করেছে এই নারী! ঐন্দ্রিলার নিশানায় কে?

টরেন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরফে বলা হয়, “উনি পাঞ্জাবী সঙ্গীতকে বিশ্বের দরবারে অন্য মাত্রা দিয়েছেন। ওর জার্নি নিয়ে পড়াশোনা করলে পড়ুয়ারা জানতে পারবেন, কীভাবে আঞ্চলিক ভাষা, সুর ব্যবহার করে পপ কালচারকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া যায়।” দিলজিতের গল্পকে ক্লাসরুমে তুলে ধরতে পেরে উচ্ছ্বিত বিশ্ববিদ্যালয়। এদিকে কানাডার বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আপ্লুত শিল্পী। তাঁর ম্যানেজার বলেন, “দিলজিতের গান শুধু বাণিজ্য করে না। শিকড়ের প্রতিনিধিত্বও করে। এটা পাঞ্জাবি ও দক্ষিণ এশিয়ার জন্য গর্বের।”
প্রসঙ্গত, গত কয়েকবছরে নিজের কাজের মাধ্য়েমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন তিনি। একইবছরে উত্তর আমেরিকায় ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন তিনি। চলতি বছরে সর্দারজির বেশ মেট গালা ধরা দেন অভিনেতা। যা সকলের মন কেড়েছে।

Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

হাইলাইটস

এবার বিতর্কিত পাঞ্জাবী শিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের উপর কোর্স করাবে কানাডার বিশ্ববিদ্যালয়।

তুলে ধরা হবে তাঁর জীবন, সাংস্কৃতিক যাত্রা, বিশ্বে তাঁর সঙ্গীতের ভূমিকা।

নিজের ইনস্টা হ্যান্ডেলে একথা নিজেই জানিয়েছেন দিলজিৎ।

#Bengali News
#Canada
#Diljit Dosanjh
#Entertainment News

Advertisement

Advertisement

‘বিবিকে চাই’, মার্কিন ঘাঁটিতে হামলার পরেই মরিয়া ট্রাম্প! কীভাবে থামল ইরান-ইজরায়েল যুদ্ধ?

মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েকঘণ্টার মধ্যেই গ্রেপ্তার কালীগঞ্জের দুষ্কৃতীরা, বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত ৪

‘যুদ্ধবিরতি লাগু, আর কোনও হামলা নয়’, হুমকির রাস্তা ছেড়ে এবার ‘অনুরোধ’ ট্রাম্পের

আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান, ফের সংঘাতের আশঙ্কা?

নতুন দল গড়ছেন? জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ

জনপ্রিয় ‘গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোয়ের জন্য বিপুল অর্থ নিচ্ছেন কপিল! প্রতি পর্বে কত পারিশ্রমিক তাঁর?

ছোটপর্দার পর ওয়েব সিরিজে! এবার ওটিটিতে ‘খুকুমণি হোম ডেলিভারি’র দীপান্বিতা, কোন ভূমিকায়?

ফিরছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’, সঞ্চালকের আসনে ভাইজানই?

‘সর্দারজি ৩’ ছবিতে নিষেধাজ্ঞার কোপ! সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট দিলজিৎ দোসাঞ্ঝের

Read More…